নিজস্ব সংবাদদাতাঃ সবথেকে বেশি উইকেট নেওয়ার দৌড়ে এখনও সবার আগে রয়েছে শ্রীলঙ্কার হাসারাঙ্গা। সুপার টুয়েলেভের আগে থেকেই ফর্মে রয়েছেন তিনি। পরবর্তীকালেও নিজের এই ফর্ম অব্যাহত রেখেছেন। তাঁর নামের পাশে রয়েছে ১৫টি উইকেট। এবারের টি২০ বিশ্বকাপে সবথেকে বেশি উইকেট নেওয়ার তালিকায় রয়েছেন ভারতের আর্শদীপ সিং। ইতিমধ্যে দশটি উইকেট নিয়েছেন তিনি।