অন্যায় ভাবে জমি দখল করেছে ইসিএল, অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীদের

author-image
Harmeet
New Update
অন্যায় ভাবে জমি দখল করেছে ইসিএল, অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীদের


পাণ্ডবেশ্বর :- সোমবার পাণ্ডবেশ্বর বিধানসভার কুমারডিহি গ্রামের ১০০ এর বেশি জমিদাতা বাকোলা এরিয়ার কুমারডিহি এবিপিট এর সিএম প্রজেক্টের পরিবহন বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন। বিক্ষোভ রত জমিদাতাদের দাবি, অন্যায় ভাবে তাদের জমি অধিগ্রহণ করেছে ইসিএল । বিক্ষোভ রত জমিদাতা আবীরলাল মুখার্জি, সনৎ মুখার্জী, সুকান্ত চট্টরাজরা জানান, অন্যায় ভাবে ইসিএল কর্তৃপক্ষ তাদের জমি অধিগ্রহণ করেছে, তাদের সঙ্গে কোনও রকম কথাবার্তা না বলেই। প্রায় ১০০ এর বেশি জমিদাতা তাদের জমির পরিমাণ ৩৬৫ একর । তারা জানান, তারা এই ব্যাপারে ইসিএল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলে তাদের জানানো হয় ১৯৫৭ সালে কোম্পানি আমলে এই জমিগুলি ইসিএল অধিগ্রহণ করেছে, যার বিনিময়ে ক্ষতিপূরণও দেওয়া হয়েছে। কিন্তু জমিদাতাদের দাবি, ইসিএল কর্তৃপক্ষ যে জমি অধিগ্রহণ করেছে তার কোন সঠিক কাগজপত্র ইসিএল দেখাতে পারেনি। জমিগুলি যে তাদেরই তার সঠিক প্রমাণ পত্র রয়েছে জমিদাতাদের কাছে বলে জানিয়েছেন জমিদাতারা। জমির বিনিময়ে চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে বারবার ইসিএল এর বিভিন্ন দপ্তরের দ্বারস্থ হয়েছেন জমিদাতারা । তবে তাতে কোন কাজ হয়নি বলে জানিয়েছেন জমিদাতারা। তাই বাধ্য হয়েই সোমবার এবিপিট কোলিয়ারির সিএম প্রজেক্ট এর পরিবহন বন্ধ করে বিক্ষোভে সামিল হন তারা। এদিন ঘটনাস্থলে কোলিয়ারি এজেন্ট এলে বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। সোমবার সকাল ৯ টা থেকে চলে বিক্ষোভ কর্মসূচি। পরিবহন বন্ধের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় খনির উৎপাদনও। ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। এরপর ঘটনাস্থলে পৌঁছান বাকোলা এরিয়ার জেনারেল ম্যানেজার। আগামীকাল জমিদাতাদের সমস্ত অভিযোগ খতিয়ে দেখার জন্য একটা বৈঠক করার কথা জানান ইসিএল আধিকারিক। পরে পুলিশ ও জেনারেল ম্যানেজারের আশ্বাসেই এদিনের মত বেলা ১ টা নাগাদ বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা। কোলিয়ারি সূত্রে জানা যায়, আগামীকাল জমিদাতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে এবং আলাপ আলোচনার মাধ্যমেই সঠিক সমস্যার সমাধান হবে।