নিজস্ব সংবাদদাতাঃ চলতি টি২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত দ্রুতত্ম ডেলিভারি করেছেন ইংল্যান্ডের মার্ক উড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ১৫৪.৭৪ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করেছিলেন তিনি। টুর্নামেন্টের দ্রুততম ডেলিভারির তালিকায় থাকা দশটি ক্ষেত্রের মধ্যে ৬টি মার্ক উডের। এই তালিকায় থাকা তাঁর সবকটি বল ১৫৩ কিলোমিটারের বেশি। এছাড়াও তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের লকি ফার্গুসন এবং দক্ষিণ এনরিক নর্তজে।