দুর্গাপুর: দুর্গাপুরের ২৯ নং ওয়ার্ডের বনফুল সরণীতে দুর্গাপুর নগর নিগম থেকে নেওয়া হয় টোল ট্যাক্স। তবে রাস্তা সংস্কার হয় না। এবার রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের। প্রতিবাদ করায় পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ স্থানীয়দের । রাস্তা সংস্কারের দায় কার নগর নিগম না এডিডিএর। রাজ্য সরকারের দুই দপ্তরের গাফিলতিতে ক্ষোভে ফুসছে স্থানীয়রা। এরই প্রতিবাদে সোমবার বনফুল সরণীর পথ অবরোধ করে চার নম্বর বড় অফিসে স্মারকলিপি প্রদান করল সিপিআইএম। সোমবার দুর্গাপুর নগর নিগমের ৪ নং বোরো কমিটির প্রাক্তন চেয়ারম্যান সুনীল চ্যাটার্জী এডিডিএর অফিসারদের দায়ী করলেন। দুর্নীতিগ্রস্ত অফিসারদের জন্য সংস্কার হচ্ছে না রাস্তা এই অভিযোগও তোলেন তিনি। এই ইস্যুতে সুর ছড়িয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় শাসক দলকে আক্রমণ করে বলেন, "দুর্নীতিগ্রস্থ রাজ্য সরকারের দুই দপ্তরের উদাসীনতায় কাজ হচ্ছে না"। রাস্তা সংস্কারের দাবিতে প্রতিবাদ করতে গেলে স্থানীয়দেরও বেধড়ক মারধর করে পুলিশ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন জেলা বিজেপি নেতা। সুর চড়িয়ে সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, "টোল নিচ্ছে ডিএমসি অথচ রাস্তা সংস্কারের দায় এডিডিএর?" দ্রুত রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি।