নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ্যের বর্তমান পরিস্থিতি থেকে টলিউড- সব নিয়েই মন খুলে কথা বলেছেন বিপ্লব চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে উঠে আসে আবির চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ। সেখানে তিনি বলেন, ‘আমাদের এখনকার একজন শিল্পী.. মহান শিল্পী, অনেক পাঠ করছে। সল্টলেক থেকে সে যাবে কালিকাপুর, আমি যাব দেশপ্রিয় পার্ক। সে পরিষ্কার গাড়ির ছেলেটাকে বলল, আগে আমাকে কালিকাপুর নামাবে তারপর দেশপ্রিয় পার্ক যাবে। সে বলল এটা! আমি তো ওর বাবাকে বলেছি, ‘এই আপনি শিক্ষা দিয়েছেন ছেলেকে?’ একদম চুপ ওর বাবা।' এখানেই থেমে থাকেননি বিপ্লব চট্টোপাধ্যায়। তাঁর সংযোজন, ‘আমরা নিজেরা…সৌমিত্রদা কোথায় থাকতেন, আমি তাঁকে পৌঁছে দিয়ে নিজে বাড়ি আসতাম। এটা বাড়াবাড়ি নয়, এটা স্বাভাবিক। বয়স্ক মানুষের প্রতি শ্রদ্ধাজ্ঞান এঁদের নেই। এঁরা অনেককিছু পেয়ে গিয়েছে। এদের মানুষ বলব আমি? কোনওদিন বলব না’।