নিজস্ব সংবাদদাতা: আপাতত স্থগিতই থাকবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসের হেরিটেজ ভবন ভাঙার কাজ। সোমবার রাজ্যকে এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। এই নির্দেশের পরেও যদি এ ধরনের কোনও পদক্ষেপ করা হয়, তা হলে তার জবাবদিহি রাজ্যকেই করতে হবে বলে জানিয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। সোমবার ওই বেঞ্চ নির্দেশ দিয়েছে, রবীন্দ্রনাথের জন্মস্থানে এখনই সমস্ত ধরনের নির্মাণকাজ বন্ধ করতে হবে। এ নিয়ে রাজ্যকে হলফনামার আকারে রিপোর্টও জমা দিতে বলেছে আদালত।