ছাদের টবে ফলিয়ে ফেললেন এই দুর্মূল্য ফল

author-image
Harmeet
New Update
ছাদের টবে ফলিয়ে ফেললেন এই দুর্মূল্য ফল


নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- শীত প্রধান দেশে আপেলের চাষ শুনতে বা দেখতে পাওয়া যায়। কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের আপেলের গ্রীষ্ম প্রধান দেশেও চাষ হয়ে থাকে। কিন্তু গ্রীষ্ম প্রধান দেশের আপেলের চাষ বাড়ির ছাদের বাগানের টবে, এটা অবাক করে। এমনই ছবি উঠে এলো মেদিনীপুর শহরের অরবিন্দ নগরে বাড়ির ছাদে আপেল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন অরিত্র কর। বর্তমানে বিভিন্ন ধরনের আপেলের চাষ হয়ে থাকে বিভিন্ন পরিবেশে। কিন্তু টবে আপেল ফলানো সম্ভব তা বাস্তবে করে দেখিয়ে দিলেন অরিত্র। 

your image


অরিত্র কর বলেন, "এই আপেল চাষ যদি আমাদের জেলার কৃষকরা করে তাহলে তারা অনেকটাই লাভের মুখ দেখতে পাবে। এবং একই সঙ্গে সাধারণ মানুষ কম দামে আপেল পেয়ে থাকবে। এই আপেল অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু। পুজোর সময় আমরা দেখি ফলের দাম অনেক বেড়ে যায়। সেই কারণে এই আপেল চাষ করলে বাংলার মানুষ অনেকটাই কম দামে আপেল পেতে পারবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে"। গ্রীষ্ম প্রধান দেশেও মূলত HRMN99 আপেলের চাষ হয়ে থাকে।