নিজস্ব সংবাদদাতা: হাইকোর্টের নির্দেশে স্থগিত পুরুলিয়ার ঝালদা পুরসভায় বিরোধীদের ডাকা তলবি সভা। যদিও ঝালদা শহরজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুর অভিযোগ, তলবি সভায় বিরোধীদের অংশগ্রহণ আটকাতেই পুলিশ-প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখেই ১৪৪ ধারা জারি, দাবি পুলিশের। ২১ নভেম্বর পাল্টা তলবি সভার ডাক দিয়েছে তৃণমূল। বিরোধীদের ডাকা তলবি সভা অবৈধ দাবি করে ঝালদা পুরসভার ভাইস চেয়ারম্যান সুদীপ কর্মকার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলায় আজকের তলবি সভা স্থগিত রাখার নির্দেশ দেয় আদালত।