পুকুরে জাল ফেলতেই উঠে এল বিশালাকার মাগুর মাছ

author-image
Harmeet
New Update
পুকুরে জাল ফেলতেই উঠে এল বিশালাকার মাগুর মাছ





দিগ্বিজয় মাহালী: রাতের বেলায় পুকুরের জলে আছাড় খেতো, আর তার শব্দে ভয় পেতো পাশের বাড়ির বাসিন্দারা। তাদের মুখ থেকেই প্রায়শই পুকুরের মালিক শুনতেন, "আপনার পুকুরে কিছু একটা আছে। রাতে জলে আছাড় খাওয়ার বিকট শব্দ হয়"। আর পড়শীদের থেকে প্রায়শই এমন কথা শুনে পুকুরে জাল দিতেই বিশালাকার মাগুর মাছ ধরা পড়লো জালে। যা দেখে চক্ষু চড়কগাছ পুকুরের মালিক থেকে স্থানীয় বাসিন্দাদের। স্বস্তি ফিরলো পড়শী ও পুকুরের মালিক দুই পক্ষেরই। সোমবার সকালে চন্দ্রকোনা পৌরসভার ৫ নং ওয়ার্ড গোঁসাইবাজারে কানাইলাল ঘোষের বাড়ির পেছনের পুকুরে জাল ফেলতেই ধরা পড়লো ১০ কেজি ৮০০ গ্রাম ওজনের এবং প্রায় ৩ ফুটের ওপর উচ্চতার বিশালাকার মাগুর মাছটি। আর এই বিশালাকার মাগুর মাছ ধরা পড়ার খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দা, প্রতিবেশী থেকে আশপাশের এলাকার মানুষজন ভিড় জমায় ওই মাগুর মাছ দেখতে। পুকুরের মালিক কানাইলাল ঘোষের দাবি, এতো বড় মাপের মাগুর মাছ তার পুকুরে মিলবে তিনি কল্পনাও করেননি। তবে তিনি জানান, পুকুরে কিছু চারাপোনা ছেড়ে ছিলেন তিনি। তার সঙ্গে কিছু মাগুর ছানাও ছিল। কিন্তু সেই মাগুর মাছের ছানা এতো বড় মাপের আকার ধারণ করবে তা তার ধারণার বাইরে ছিল। পুকুরের মালিক এও জানান, পুকুরের আশেপাশের বাসিন্দাদের কয়েকজন তাকে প্রায়শই বলতো মাঝেমধ্যে পুকুরে বিকট শব্দে কিছু একটা লাফায়। বিশেষ করে রাতে এমন আওয়াজ পেয়ে ভয় পেতো পুকুর পাড়ের বাসিন্দারা। তাদের মুখে এমন কথা শুনে এদিন পুকুরে জাল ফেললে উঠে আসে এই বিশালাকার মাগুর মাছ। যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে পুকুরের মালিক থেকে অনেকেরই।