নিজস্ব সংবাদদাতা: বিহারের কাটিহারের তেলতা থানা এলাকায় বিজেপি নেতাকে গুলি করে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বিজেপি নেতা সঞ্জীব মিশ্রকে তার বাড়ির কাছেই গুলি করে হত্যা করা হয়েছে।
পুরানো বিবাদের জেরেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে।