নিজস্ব সংবাদদাতা : যোগ্যতা অর্জনের জন্য অ্যাথলিটদের ৮৩.৫ মিটার ছুড়তে হবে। কিংবা যোগ্যতা অর্জনের জন্য প্রথম ১২জনের মধ্যে থাকতে হবে। নীরজ চোপড়ার পর শিবপাল ফাইনালে পৌঁছতে পারবেন কিনা সেদিকেই নজর থাকবে। জ্যাভলিন – প্রথম প্রচেষ্টায় শিবপাল ছুড়লেন ৭৬.৪০ মিটার । প্রথম রাউন্ডের শেষে ৯ নম্বরে শিবপাল ।