New Update
নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির একটি মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রেললাইনের উপর প্রস্রাব করছিলেন এক ব্যক্তি। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পর ভাইরাল হতেই শোরগোল পড়ে গেছে চারিদিকে। তুমুল ঝড় উঠেছে নেটদুনিয়াতেও। দিল্লির মেট্রো স্টেশনগুলো তাদের পরিচ্ছন্নতার জন্য বিশ্ববিখ্যাত। থুতু ফেললে বা কোনওরকম নোংরা করলে বড় অঙ্কের জরিমানা দিতে হয়। সেখানে এই ঘটনা কী করে ঘটতে পারে তা জানতে চেয়ে কিছুদিন আগে এক টুইটারাট্টি এই ভিডিওটি পোস্ট করেন। দিল্লির মুখ্যমন্ত্রীর অফিস ও দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশনকে ট্যাগ করে পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, মনে হয়, 'দিল্লি মেট্রোতে এই ধরনের ঘটনা এই প্রথম'। ভিডিওটিতে ক্যামেরার পিছনে থাকা মানুষটিকে বলতে শোনা যাচ্ছে, 'আপনি কোথায় প্রস্রাব করছেন? কী করছেন আপনি?' এর উত্তরে প্রস্রাবে ব্যস্ত ব্যক্তি বলে, 'হয়ে গেছে, বেশিই হয়ে গেছে'।
রবিবার এর উত্তরে দিল্লি মেট্রো কর্পোরেশনের এক সিনিয়র আধিকারিক বলেন, "মেট্রো স্টেশনের ভেতরে পরিষ্কার ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সাহায্য করার জন্য যাত্রীদের পরামর্শ দেওয়া হয়। স্টেশনে শৌচালয়গুলোও যাত্রীদের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। তারপরেও যদি এই ধরনের ঘটনা চোখে পড়ে যাত্রীদের কাছে থাকা দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশনের অফিস বা আমাদের ২৪ ঘণ্টার হেল্পলাইন ১৫৫৩৭০ অথবা নিরাপত্তাবিষয়ক হেল্পলাইন ১৫৫৬৫৫ নম্বরে ফোন করার অনুরোধ জানানো হচ্ছে। যাতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়।"
metro line
trending news
metro corporation
india
viral video
man unrinating
delhi
DMRC.
bengali news
paasenger
latest news
delhi metro station
clean
investigate
social media