নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেন ভূখণ্ডে রাশিয়ার আগ্রাসন শেষ পর্যন্ত পারমাণবিক আগ্রাসনে রূপ নেবে কিনা সে সম্পর্কে ভ্লাদিমির পুতিনের বিভিন্ন সময়ের মন্তব্য পশ্চিমাদের মধ্যে জল্পনা তৈরি করে রেখেছে। যদিও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি এখন পর্যন্ত কম বলে বিশ্লেষকরা মনে করছেন। গত সপ্তাহে পুতিন জোর দিয়ে বলেছিলেন, পারমাণবিক অস্ত্র মোতায়নের কোনও প্রয়োজন নেই। এ বিষয়ে কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের পারমাণবিক নীতি কর্মসূচির সহ-পরিচালক জেমস অ্যাক্টন বলেন, রাশিয়া ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রের আশ্রয় নিতে পারে, এটা একদমই উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, 'মস্কোর পারমাণবিক ব্যবহারে আশঙ্কা নেই এখন পর্যন্ত, তবে ইউক্রেন যুদ্ধে মস্কো ব্যাকফুটে চলে গেলে আমি বিশ্বাস করি একটা হামলার শঙ্কা থেকে যায়। যদিও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে এমন পূর্বাভাসের ক্ষেত্রে আমাদের আরও সতর্ক হওয়া উচিত।' রাশিয়ার কাছে কতটি পারমাণকি অস্ত্র রয়েছে তা স্পষ্ট করেনি ক্রেমলিন। তবে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন ধারণা করছে যে, রাশিয়ার কাছে প্রায় ২০০০ কৌশলগত পারমাণবিক অস্ত্র রয়েছে। এসব যুদ্ধক্ষেত্রে কখনও ব্যবহার করা হয়নি।