নিজস্ব সংবাদদাতাঃ টুইটারে মানবাধিকারের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখতে নতুন মালিক বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইলন মাস্কের উদ্দেশে এক খোলা চিঠি লিখেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক। টার্ক চিঠিতে লেখেন, ‘টুইটার হলো একটি বৈশ্বিক বিপ্লবের অংশ, যা আমরা কীভাবে যোগাযোগ করি, তা পরিবর্তন করেছে। কিন্তু আমি উদ্বেগ ও শঙ্কার সঙ্গে আমাদের ডিজিটাল অঙ্গনে টুইটারের ভূমিকা নিয়ে লিখছি। সব প্রতিষ্ঠানের মতো টুইটারকে তাদের প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত ক্ষতির বিষয়টি বোঝা এবং সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা উচিত।’ ইলন মাস্ককে উদ্দেশ্য করে টার্ক লেখেন, ‘আপনার নেতৃত্বে টুইটারের ব্যবস্থাপনার কেন্দ্রে মানবাধিকার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’