তাঞ্জানিয়ায় লেকে বিধ্বস্ত যাত্রীবাহী বিমান, নিহত ১৯

author-image
Harmeet
New Update
তাঞ্জানিয়ায় লেকে বিধ্বস্ত যাত্রীবাহী বিমান, নিহত ১৯

নিজস্ব সংবাদদাতাঃ তাঞ্জানিয়ার একটি যাত্রীবাহী বিমান ভিক্টোরিয়া লেকে বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ৪৩ জন আরোহী নিয়ে প্রতিকূল আবহাওয়ায় বিমানটি লেকের কাছের শহর বুকোবাতে অবতরণের চেষ্টার সময় এটি বিধ্বস্ত হয়।প্রেসিশন এয়ার নামের উড়োজাহাজ সংস্থার বিমানটি থেকে ২৬জনকে উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বিমানটির দুই পাইলট ককপিট থেকে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, পরে হয়ত দুই পাইলটের মৃত্যু হয়ে থাকতে পারে। প্রধানমন্ত্রী কাসিম মাজালিয়া বলেন, "১৯ জনের নিহতের ঘটনায় তাঞ্জানিয়ার সব নাগরিক শোকাহত। আমরা তাদের জীবন হারিয়েছি।"