নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ ঠিক চব্বিশ ঘণ্টা আগে মেদিনীপুর সদর বিজেপি কার্যালয়ে হাতাহাতিতে জড়িয়ে ছিল জেলা বিজেপির দুই গুরুত্বপূর্ণ নেতা। সেই ঘটনা নিয়ে রাত ফুরোতে না ফুরোতেই এবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন পড়শি সাংগঠনিক জেলার গুরুত্বপূর্ণ নেতা শান্তিময় কৌরি। রবিবার সকালে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সদস্য তথা চন্দ্রকোনা উত্তর মন্ডলের অবজারভার শান্তিময় কৌরি খোদ জেলা সভাপতির নাম উল্লেখ করে দাবি করেন, দলের রাশ গিয়েছে অপরিপক্ব, দলবদলু কাটমানি খাওয়া নেতাদের হাতে। এই পরিস্থিতিতে দল ত্যাগ করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আর এমন মন্তব্যকে ঘিরেই রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাসের দাবি, ঘরের ভেতর ক্ষোভ বিক্ষোভ থাকবে। তা বসে মিটিয়ে নেওয়াই শ্রেয়। দলের গুরুত্বপূর্ণ এই নেতার সঙ্গে নিজেই কথা বলবেন বলে জানিয়েছেন ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি। তবে এমন মন্তব্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির এই ঘরোয়া কোন্দল ভোটবাক্সে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার।