শঙ্করপুরে সংখ্যালঘু মহিলাদের স্বেচ্ছায় রক্তদান শিবির

author-image
Harmeet
New Update
শঙ্করপুরে সংখ্যালঘু মহিলাদের স্বেচ্ছায় রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বরঃ পাণ্ডবেশ্বরের বাঁকোলা শঙ্করপুরে সংখ্যালঘু মহিলাদের রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার। রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় শঙ্করপুর কমিউনিটি হলে। এই রক্তদান শিবিরে মোট ৫০জন মহিলা রক্তদান করেন। রক্ত সংগ্রহে সহায়তা করেন 'সকলের তরে সকলে আমরা সমাজসেবী সংগঠন'। এবং রক্ত সংগ্রহ করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হবে বলে জানা যায়। রক্তদান শিবিরটির উদ্বোধন করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। 



বিধায়ক ছাড়াও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী, পাণ্ডবেশ্বর ব্লকের ব্লক সভাপতি কিরীটী মুখার্জি সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। রক্তদান শিবিরে উপস্থিত প্রত্যেক মহিলাদের হাতে সার্টিফিকেট এবং একটি করে ব্যাগ তুলে দেন মাননীয় বিধায়ক। রক্তদান প্রসঙ্গে বিধায়ক বলেন, "রক্তদান মহৎ দান। আজকের সংখ্যালঘু মা বোনেরা বাড়ি থেকে বেরিয়ে এসে এভাবে রক্তদান করেছেন,আমরা গর্বিত।"