নিজস্ব সংবাদদাতাঃ গত ৬ মাসের মধ্যে চিনে সবচেয়ে বেশি কোভিড সংক্রমণ ধরা পড়ল শনিবার। রবিবার সকালে স্থানীয় সময় অনুযায়ী এমনই একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। রিপোর্টে প্রকাশ, শনিবার চিন জুড়ে ৪৬১০ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। যার মধ্যে ৫৮৮ জনের শরীরে উপসর্গ রয়েছে। বাকি ৪০২২ জনের শরীরে কোনও উপসর্গ নেই। শনিবার চিনে করোনা সংক্রমণের এই ছবি কার্যত চিন্তার ভাঁজ ফেলতে শুরু করেছে সেদেশের জাতীয় স্বাস্থ্য কমিশনের কপালে।
গোটা বিশ্ব জুড়ে যখন করোনা থাবা বসাতে শুরু করে, সেই সময় চিনে জিরো কোভিড পলিসির জেরে আক্রান্তের সংখ্যা কমে যায়। জিরো কোভিড পলিসির জেরে চিনে যখন সংক্রমণের মাত্রা কমে যায়, তারপর কীভাবে ফের হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।