এখনও অপরাজেয় নীল-ওয়েসলে জুটি

author-image
Harmeet
New Update
এখনও অপরাজেয় নীল-ওয়েসলে জুটি

নিজস্ব সংবাদদাতাঃ চলতি প্যারিস মাস্টার্সেও নিজেদের আধিপত্য ধরে রাখলেন নীল স্কুপসি এবং ওয়েসলে কুলফ। রবিবার সেন্টার কোর্টে সেরার শিরোপা জয় করেছে এই তরুণ জুটি। তাদের পক্ষে ম্যাচের ফল ৭-৬ (৭/৫), ৬-৪। নীল-ওয়েসলে জুটিই এখন বিশ্ব টেনিস ডাবলস জুটির ক্রম তালিয়াক্র এক নম্বরে রয়েছে। এই নিয়ে এটি তাদের তিন নম্বর মাস্টার্স ১০০০ ডাবলস খেতাব।