প্যারিসে সপ্তম শিরোপা জয়ের দৌড়ে জকোভিচ

author-image
Harmeet
New Update
প্যারিসে সপ্তম শিরোপা জয়ের দৌড়ে জকোভিচ

নিজস্ব সংবাদদাতাঃ প্যারিস মাস্টার্সে গতবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ শনিবার তিন সেটের টানটান ম্যাচের পর স্টেফানোস সিতসিপাসকে পরাজিত করেছেন। জোকোভিচ সিতসিপাসের বিপক্ষে তার টানা অষ্টম ম্যাচ জিতেছেন। তবে ৬-২ ৩-৬ ৭-৬ (৪) জয় নিশ্চিত করার জন্য দুই ঘন্টারও বেশি সময় চলেছিল এই ম্যাচ। ১৩-ম্যাচ অপরাজিত থাকার পাশাপাশি প্যারিসে সপ্তম শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখলেন জকোভিচ।