নিজস্ব সংবাদদাতাঃ আজ বিশ্বকাপের সুপার ১২ ম্যাচে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৭১ রানে জিম্বাবয়েকে পরাজিত করল ভারত। এদিন হাফ সেঞ্চুরি হাঁকালেন সূর্যকুমার যাদব। তিনি এদিন ২৫ বলে ৬১ রান করেন তিনি। তার পাশাপাশি এদিন তিনি প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ২০২২ সালে টি - টোয়েন্টি ম্যাচে ১০০০ রান করলেন তিনি। এছাড়াও গোটা বিশ্বের মধ্যে এক ক্যালেন্ডার বছরে টি-টোয়েন্টিতে ১০০০ রান করা দ্বিতীয় ব্যাটসম্যান হলেন সূর্যকুমার যাদব।