নিজস্ব সংবাদদাতাঃ আজ বিশ্বকাপের সুপার ১২ ম্যাচে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি ভারত - জিম্বাবয়ে। আর এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রোহিত বাহিনী। আর রবিবারের ম্যাচে এই বিশ্বকাপে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন সূর্যকুমার যাদব এবং লোকেশ রাহুল। ২০ ওয়াভরে ১৮৬ রান করে এদিন জিম্বাবয়েকে ১৮৭ রানের টার্গেট দিয়েছিল ভারত। তবে সেই টার্গেট পর্যন্ত পৌঁছতে অপারগ হল জিম্বাবয়ে। অতএব এদিন ৭১ রানে জিম্বাবয়েকে পরাজিত করল ভারত।