নিজস্ব সংবাদদাতাঃ চলতি লা লিগায় এখনও জয়ের দেখা পায়নি এলচে। ভ্যালাদোলিদের বিরুদ্ধে ম্যাচেও তারা জিততে পারল না। ম্যাচের ৪০ ও ৪৬ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল ভ্যালাদোলিদ। গোল দুটি করেছিলেন যথাক্রমে জাভি স্যাঞ্চেজ এবং রোক মেসা। বিরতির পর এলচে একটি গোল শোধ করলেও পয়েন্ট পাওয়ার পক্ষে তা যথেষ্ট নয়। ৬৩ মিনিটে ব্যবধান কমিয়েছিলেন হোসে অ্যান্টোনিও।