নিজস্ব সংবাদদাতাঃ পেপ গুয়ার্দিওলা অন্যের কৃতিত্বে খুশি হন না, তাঁর ইগো রয়েছে। সম্প্রতি এমনটা বলেছিলেন জলাটন ইব্রাহিমোভিচ। যার জবাবে ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ পেপ গুয়ার্দিওলা বলেছেন, "এই ক্লাবের যে কোনও ফুটবলার, যে কোনও ব্যক্তির তুলনায় আমার ইগো অনেক বেশি। হালান্ড যখন গোল করেন আমার তখন ভালো লাগে না। কারণ প্রচারের সমস্ত আলোক ওর ওপর চলে যায়। আমি খুব ঈর্ষান্বিত।'