নিজস্ব সংবাদদাতাঃ মাঠে নেমেই গোল করলেন এর্লিং হালান্ড। ফুলহ্যামের বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। চোটের কারণে ইংলিশ প্রিমিয়ার লিগের গত ম্যাচে ছিলেন না হালান্ড। ফুলহ্যামের বিরুদ্ধে তাঁকে মাঠে নামিয়েছিলেন সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। ১৬ মিনিটে জুলিয়ান আল্ভারেজের গোলে ম্যান সিটি এগিয়ে গেলেও ২৮ মিনিটে পেনাল্টি থেকে সেই গোল শোধ করে ফুলহ্যাম। সিটির হয়ে ৯৫ মিনিটে পেনাল্টি থেকে জয় সূচক গোলটি করেন হালান্ড।