নিজস্ব সংবাদদাতাঃ পানীয় জল রাখার জন্য সেরা পাত্র হয় মাটির কিংবা তামার। তামার পাত্রে জল অবশ্য এখন অনেকেই রাখেন। সারা রাত তামার পাত্রে রাখা জল, খালি পেটে খাওয়ার অনেক উপকার রয়েছে।
মাটির পাত্রের উপকারিতা
১। মাটির পাত্রে জল রাখলে জল শ্বাস নেওয়ার সুযোগ পায়। তাই অনেকক্ষণ জল ঠান্ডা এবং সতেজ থাকে।
২। অ্যাসিডিটির প্রবণতা কমে এবং ত্বকের সমস্যা দূর হয়।
৩। শরীর আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে