নিজস্ব সংবাদদাতাঃ আরও একটি পদ্ধতিতে আপনি অলিভ অয়েল শাওয়ার জেল স্ক্রাব তৈরি করতে পারেন এবং আপনার ত্বকের যত্ন নিতে পারেন।
এই স্ক্রাবটি তৈরি করতে যা-যা উপকরণ প্রয়োজন: এক কাপ অলিভ অয়েল, দুই টেবিল চামচ চিনি, গোটা একটি লেবুর রস, কয়েক ফোঁটা ল্যাভেন্ডার বা রোজমেরি এসেনশিয়াল অয়েল
পদ্ধতি: একটি কাচের বোতলে বা জারে প্রথমে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল ঢালুন এবং দুই টেবিল চামচ ভর্তি করে চিনি ঢেলে মিশিয়ে নিন। এবারে লেবুর রস ঢেলে সব উপকরণ আরও একবার ভাল করে মেশান। এবারে অলিভ অয়েল (olive oil) ঢেলে মিশিয়ে নিন এবং বোতলের মুখ বন্ধ করে দিন। যখনই স্নান করবেন, লুফাতে অল্প করে এই ঘরোয়া শাওয়ার জেল স্ক্রাব নিয়ে ভাল করে শরীরে ঘষে নিন। চিনি খুব ভাল প্রাকৃতিক স্ক্রাবের কাজ করে আর লেবুর রস অতিরিক্ত তৈলাক্তভাব দূর করতে সাহায্য করে। অলিভ অয়েল ত্বক কোমল করে তোলে। তবে যদি আপনার ত্বক শুষ্ক হয়, তা হলে লেবুর রসের বদলে লেবুর খোসা গ্রেট করে দিতে পারেন।