নিজস্ব সংবাদদাতা : শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) প্রধান উদ্ধব ঠাকরে শনিবার মহারাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভবিষ্যদ্বাণী করেছেন এবং দলীয় কর্মীদের প্রস্তুতি শুরু করতে বলেছেন।'সেনা ভবন'-এ দলের বিধানসভা কেন্দ্র-পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে দলীয় কর্মীদের প্রস্তুত থাকার বার্তা দেন তিনি।শিবসেনা (ইউবিটি) প্রধান মুখপাত্র অরবিন্দ সাওয়ান্ত বৈঠকের বিষয়ে জানান।
তিনি বলেন, 'বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের জন্য ২ লাখ কোটি টাকার প্রকল্প ঘোষণা করায় মধ্য-মেয়াদী নির্বাচন অনিবার্য ছিল।হিমাচল প্রদেশ এবং গুজরাটের ভোটারদের যেমন প্যাকেজ এবং ঘোষণা দিয়ে প্রলুব্ধ করা হচ্ছে, প্রধানমন্ত্রীর এই ঘোষণাটিও মহারাষ্ট্রে নির্বাচন হবে এমন একটি সূচক।' প্রসঙ্গত, মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ ২০২৪ সালে শেষ হতে চলেছে।একনাথ শিন্ডের সাথে বিদ্রোহ করা দলের বিধায়কদের পদত্যাগ করে নতুন করে ভোটারদের মুখোমুখি হওয়ার দাবি করছে সেনার ঠাকরে দল।একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার যা জুন মাসে ক্ষমতায় এসেছিল তার বিদ্রোহ ঠাকরের নেতৃত্বাধীন সরকারের পতনের পর গুজরাটে বেশ কয়েকটি বড়-টিকিট প্রকল্পকে যেতে দেওয়ার অভিযোগ রয়েছে।