নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মন্তব্য করেছেন, ইলন মাস্ক এমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিনেছেন যা পুরো দুনিয়ায় মিথ্যা ছড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের শিকাগোতে ডেমোক্র্যাটের তহবিল সংগ্রহের অনুষ্ঠানে একথা বলেন প্রেসিডেন্ট। ইলন মাস্ক টুইটারকে ‘মতপ্রকাশের স্বাধীনতার স্বর্গ’ গড়ে তোলার যে ঘোষণা দিয়েছেন, তা ইঙ্গিত করে বাইডেন বলেন, "আমাদের বাচ্চারা ঝুঁকিতে রয়েছে। তারা যে টুইটারের মতপ্রকাশের স্বাধীনতার ব্যাপারটি বুঝবে তা আমরা কীভাবে আশা করব? আমরা সবাই এতে শঙ্কিত; কারণ আমেরিকায় এখন আর কোনও সম্পাদক নেই…কোনও সম্পাদক নেই।" এরপর হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে সাংবাদিকদের বলেন, "বাইডেন ঘৃণাত্মক বক্তব্য এবং ভুল তথ্য কমাতে পদক্ষেপ নেওয়ার জন্য সামাজিক প্ল্যাটফর্মগুলোর গুরুত্বের বিষয়ে স্পষ্টবাদী।"