নিজস্ব সংবাদদাতাঃ মাস ছয়েক আগেকার ভয়াবহ স্মৃতি ফিরল শহরে। রবীন্দ্র সরোবর লেকে ফের দুর্ঘটনা। শনিবার সকালে রোয়িং অনুশীলনের সময় বোটটি উল্টে যায়। পিছন দিকে উল্টে পড়ে যান অনুশীলনকারী। যদিও তিনি নিজে সাঁতার জানেন বলে সাঁতরে অন্য পাড়ে উঠে যান। এরপর মিনিট পনেরোর মধ্যে রেসকিউ বোট রোয়িং বোটটিতে থাকা আরেকজনকে নিরাপদে উদ্ধার করেন। বড় বিপদ থেকে রক্ষা পেলেও মে মাসের দুর্ঘটনার স্মৃতি ফিরে এল। ওই দুর্ঘটনায় ২ কিশোরের মৃত্যু হয়েছিল।এরপর প্রায় ছ’মাস বন্ধ রবীন্দ্র সরোবরে বন্ধ ছিল রোয়িং, বোটিং। দিন পনেরো আগেই তা ফের চালু হয়েছে। কেএমডিএ-র সমস্ত নিয়মবিধি মেনে তবেই চালু করা হয়েছে রোয়িং অনুশীলন। কিন্তু তারপরও ফের দুর্ঘটনার সাক্ষী রইল লেক। জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ রোয়িং অনুশীলন চলছিল। আচমকাই বোটটি উল্টে যায়। যদিও কাছেই ছিল রেসকিউ টিম। তাঁরা ছুটে গিয়ে উদ্ধার করেন। যদিও তার আগেই অনুশীলনকারী সাঁতার কেটে নিরাপদ জায়গায় চলে গিয়েছিলেন।