দিগ্বিজয় মাহালী: গভীর নিদ্রায় বাড়ির সকলে, সেই সময় বাড়ির দেওয়ালে এসে সজোরে ধাক্কা মালবাহী ট্র্যাকের। ট্র্যাকের ধাক্কায় ভেঙে গুঁড়িয়ে যায় বাড়ির দেয়াওয়ালের একাংশ। কোনো ক্রমে প্রাণে বাঁচে পরিবারের সদস্যরা। এমনই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে রাত্রি ১ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের বৈকণ্ঠপুর অস্থল এলাকায়। জানা গিয়েছে, একটি মালবাহী ট্র্যাক মেদিনীপুর থেকে দাসপুরের দিকে দ্রুত গতিতে আসার সময় হটাৎ বৈকণ্ঠপুর অস্থল এলাকার বাসিন্দা মোহন হাটুয়ার বাড়ির দেওয়ালে সজোরে ধাক্কা মারে। পরিবারের সকলে তখন নিদ্রায় মগ্ন। এই সময় হঠাৎই বিকট শব্দ, বিকট শব্দে কেঁপে উঠে গোটা বাড়ি। সেই সময় তড়িঘড়ি পরিবারের সকলে কোনো রকম ভাবে বাড়ির বাইরে বেরিয়ে আসে। প্রাণে বেঁচে যায় পরিবারের সকলে। ঘটনার খবর যায় দাসপুর থানায়, ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ। পুলিশ এসে ঘাতক ট্র্যাকটিকে আটক করে দাসপুর থানায় নিয়ে যায়। তবে এরকম ঘটনা নিত্যদিনই প্রায়ই ঘটছে। একের পর এক বাড়িতে প্রবেশ করছে ট্র্যাক। সাধারণ মানুষের দাবী গভীর রাতে ট্র্যাকগুলি অত্যাধিক গতিতে যাতায়াত করে। আর সেই কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক বাড়িতে প্রবেশ করছে। আর এরই কারণে যে কোনও দিন বড়োসড়ো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের দাসপুর থানা এলাকায় এমনই দুর্ঘটনার হার বেড়েই চলেছে। একাধিক মানুষের রাতের ঘুম কেড়েছে এই দুর্ঘটনা।