বড় ঘোষণা মডার্নার, ১৩-১৭ বছর বয়সীদের জন্য ভ্যাকসিন তৈরি

author-image
Harmeet
New Update
বড় ঘোষণা মডার্নার, ১৩-১৭ বছর বয়সীদের জন্য ভ্যাকসিন তৈরি



নিজস্ব প্রতিনিধিঃ বড় ঘোষণা করল মডার্না। তাঁদের তরফ থেকে বলা হয়েছে যে তারা যে ভ্যাকসিন গুলি উৎপাদন করছে তা কিশোর-কিশোরীদের ওপর প্রয়োগ ক্ষেত্রে কার্যকর। এর আগে মডার্না বলেছে যে, '' কিশোর-কিশোরীদের মধ্যে আমাদের কোভিড ১৯ ভ্যাকসিনের ফেজ ২/৩ গবেষণা তার প্রাথমিক ইমিউনোজেনিসিটি এন্ডপয়েন্ট পূরণ করেছে। এই গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে কোভিড ১৯ এর কোনও লক্ষণ দেখা যায়নি।  মডার্না পরামর্শ দিয়েছে যে কোনও ক্ষতি ছাড়াই ১৩ বছর থেকে ১৭ বছরের মধ্যে কিশোর-কিশোরীদের টিকা দেওয়া যেতে পারে।"