ক্ষমতায় এলে ভারত যে অংশগুলো দাবি করে তা ফিরিয়ে আনা হবেঃ নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী

author-image
Harmeet
New Update
ক্ষমতায় এলে ভারত যে অংশগুলো দাবি করে তা ফিরিয়ে আনা হবেঃ নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি শুক্রবার বলেছেন, ২০ নভেম্বরের সংসদ নির্বাচনে তার দল জয়ী হলে ভারত যে অংশকে নিজেদের বলে দাবি করে, তা পুনরায় দখল করা হবে। পশ্চিম নেপালের ভারত সীমান্তের কাছে ধারচুলা জেলায় নেপালের কমিউনিস্ট পার্টির (ইউনিফাইড মার্কসবাদী-লেনিনবাদী) দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা অনুষ্ঠানে ওলি একথা বলেন।  দলের সভাপতি বলেন, "আমরা কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরা ফিরিয়ে আনব।"