নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার প্রায় ৬৫ জন সাবেক আইনপ্রণেতা শুক্রবার একটি কংগ্রেসে মিলিত হচ্ছেন। এই সম্মেলনের আয়োজকরা বলছেন, তারা রাশিয়ার কেন্দ্রীয় পরিষদের বিকল্প পার্লামেন্ট গড়ে তুলবেন। সমালোচকরা বলছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে বিষয়টি কোনও বিবেচনা ও পর্যালোচনাহীন পদক্ষেপ। পিপল’স ডেপুটিজ অব রাশিয়ার প্রথম কংগ্রেস শুক্রবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশ-এর একটি শহরতলী জাবলোনাতে অনুষ্ঠিত হবে। আয়োজকদের আশা, রবিবারের মধ্যে নতুন কমিটি রাশিয়াকে ভবিষ্যতে গণতন্ত্রে রূপান্তরিত করার পথ নির্দেশক হিসেবে একটি খসড়া সংবিধানের বিষয়ে একমত হবে। একইসঙ্গে আন্তর্জাতিক সমর্থন ও স্বীকৃতি আদায়ের জন্য একটি নির্বাহী কমিটিও নির্বাচিত হওয়ার আশা করছেন আয়োজকরা। দীর্ঘায়িত যুদ্ধের ফলে রাশিয়ার পুতিনবিরোধী বিভিন্ন দেশে চাঙ্গা হয়ে ওঠেছেন। অনেকের কাছে ইউক্রেনের চলমান সংঘাতকে পুতিনের নব্য সাম্রাজ্যবাদী ক্লেপটোক্রেটিক শাসনের অবসানের সূচনা হিসেবে বিবেচনা করছেন। রাশিয়ার ক্ষমতা দখলের জন্য বিভিন্ন গোষ্ঠী নিজেদের প্রকাশ্যে হাজির করতে শুরু করেছে। ইলিয়া পনোমারেভ–রুশ পার্লামেন্টের একজন সাবেক সদস্য। ২০০৭ থেকে ২০১৬ সাল তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে ক্রিমিয়াকে রাশিয়া অংশ হিসেবে ঘোষণার লক্ষ্যে পার্লামেন্টে আয়োজিত ভোটে তিনিই একমাত্র বিপক্ষে ভোট দিয়েছিলেন। শুক্রবারের কংগ্রেস আয়োজকদের একজন তিনি। বর্তমানে ইউক্রেনভিত্তিক সক্রিয় পনোমারেভ বলেছেন, নতুন গঠিত কমিটি পুতিন উৎখাত হওয়ার পর রাশিয়াকে পরিচালনার রোডম্যাপ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।