নিজস্ব সংবাদদাতাঃ ২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারতের সঙ্গে সংঘর্ষে নিহত চার সৈন্যের নামে তিব্বত ও শিনজিয়াং-এর সংযোগকারী মহাসড়কের পাশে বেশ কয়েকটি সেতুর নামকরণ করেছে চীন।
সুত্রের খবর, ১১টি সেতুর নামকরণ করা হয়েছে তাদের সৈন্যদের নামে এবং এমনকি জিয়াংরং সেতু, সিইউয়ান সেতু, ঝুওরান সেতু ও হংজুন সেতুসহ তাদের শহরগুলোর নামকরণ করা হয়েছে।