এবারের দুয়ারে সরকার কর্মসূচিতে দুটি নতুন পরিষেবা

author-image
Harmeet
New Update
এবারের দুয়ারে সরকার কর্মসূচিতে দুটি নতুন পরিষেবা

হরি ঘোষ, পাণ্ডবেশ্বর : আবার শুরু হয়েছে রাজ্য সরকারের 'দুয়ারে সরকার' কর্মসূচি। দুয়ারে সরকার কর্মসূচিতে গ্রামাঞ্চলের বহু মানুষ উপকৃত হয়েছেন এর আগেও। উপকারের পাশাপাশি নানান অভিযোগের কথাও উঠে এসেছিল দুয়ারে সরকার কর্মসূচিতে। তবে গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষ যারা সরকারি কাজ কর্মের জন্য বারবার ব্লক তথা পঞ্চায়েত অফিস যেতে পারেন না , তারা একেবারে বাড়ির সামনে সব সরকারি পরিষেবা পেয়ে নিতান্তই খুশি।


 
তবে এবারের দুয়ারে সরকার কর্মসূচিতে দুটি নতুন চমক রয়েছে । এবার দুয়ারে সরকার কর্মসূচিতে বিভিন্ন সরকারি পরিষেবা ছাড়াও যোগ হয়েছে বিদ্যুৎ ও জমির পাট্টা সংক্রান্ত বিষয় । এর আগেও দুয়ারে সরকার কর্মসূচিতে মানুষ লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, জাতিগত শংসাপত্র ছাড়াও এই দুটি নতুন পরিষেবা পাবেন । শুক্রবার পাণ্ডবেশ্বর বিধানসভার জুয়ালভাঙ্গা গ্রামের মাঝি পাড়ার ফুটবল ময়দানে হল দুয়ারে সরকার কর্মসূচির শিবির। এদিনের দুয়ারে সরকার শিবিরে আশা গ্রামের বাসিন্দা মুক্তি ঘোষ জানান, সরকারি প্রায় সমস্ত সুযোগ সুবিধা ঘরের সামনে পাচ্ছেন। জাতিগত শংসাপত্র বিষয়ে খোঁজখবর নিতে। বলেন, একেবারে ঘরের সামনে সরকারি পরিষেবা পেয়ে ভীষণ খুশি তারা । অন্যদিকে, এই কর্মসূচিতে থাকা এলাকার তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল জানান, সরকারের এই দুয়ারে সরকার কর্মসূচিতে মানুষ ঘরের সামনে সরকারি পরিষেবা পেয়ে ভীষন খুশি । এদিনের দুয়ারে সরকার কর্মসূচিতে জোয়ালভাঙ্গা গ্রামের প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন ।