নিজস্ব সংবাদদাতাঃ লটারিতে কোটি টাকা জিতেছেন অনুব্রত মণ্ডল! এই খবরকে কেন্দ্র করেই চলতি বছরের শুরুতে শোরগোল পড়ে গিয়েছিল গোটা বাংলায়। এবার গরু পাচার মামলার তদন্তে নেমে সেই লটারিতে কোটি টাকা প্রাপ্তিও ভাবাচ্ছে সিবিআই আধিকারিকদের। রহস্যভেদে শুক্রবার সকালে বোলপুরের একটি লটারির দোকানে হানা দিলেন তদন্তকারীরা।
গত বুধবার বোলপুরের একটি লটারির দোকানের মালিক বাপি গঙ্গোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। সেই সময় তিনি নিজাম প্যালেসে হাজিরাও দিয়েছেন। পরবর্তীতে রতনকুঠিতেও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে হয় তাঁকে। শুক্রবার সকালে বোলপুরের অন্য একটি লটারির দোকানে হাজির হন সিবিআই আধিকারিকরা। দীর্ঘক্ষণ কথা বলেন এবং কিছু নথি নিয়ে যান বলেই খবর। তদন্তকারীদের প্রশ্ন, লটারিতে অর্থপ্রাপ্তির বিষয়টা পুরোটাই সাজানো নয় তো? সত্যিই টাকা জিতেছিলেন নাকি কালো টাকা সাদা করতেই এই ফন্দি? সব প্রশ্নের উত্তর খুঁজতেই বারবার লটারি বিক্রেতার সঙ্গে কথা বলছে তদন্তকারীরা। আদৌ অনুব্রত মণ্ডলই টিকিটটা কিনেছিলেন কিনা, সেটাও নিশ্চিত হতে চাইছে সিবিআই।