জগদ্ধাত্রী পুজোর ভাসানকে ঘিরে চরম উত্তেজনা

author-image
Harmeet
New Update
জগদ্ধাত্রী পুজোর ভাসানকে ঘিরে চরম উত্তেজনা

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : পথ আটকে জগদ্ধাত্রী পুজোর ভাসানকে ঘিরে চরম উত্তেজনা। রাস্তা ছাড়তে বলায় এক মোটর বাইক আরোহী ও তার পরিবারের সদস্যদের ব্যাপক মারধরের অভিযোগ উঠল পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে। এমনকি মেরে মাথা ফাটিয়ে দেওয়া ও মোটরবাইক ভাঙচুর করারও অভিযোগ উঠেছে। জখম পরিবারের তরফে ঘাটাল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


 
 পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কুশপাতা সারাদা পল্লী জগদ্ধাত্রী পুজো কমিটির কয়েকজন সদস্যদের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। আহত অবস্থায় ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন ঘাটালের গোবিন্দপুর এর বাসিন্দা নিতাই মন্ডল।নিতাই ও তার পরিবারের অভিযোগ, মোটর বাইকে করে তারা বাড়ি ফিরছিলেন বৃহস্পতিবার রাত দশটা নাগাদ। আর সেই সময় ঘাটাল শহর ১৭ নম্বর ওয়ার্ডের একটি জগদ্ধাত্রী পূজার ভাসান উপলক্ষে বেরিয়েছিল শোভাযাত্রা,আর সেই শোভাযাত্রাকে ঘিরে কয়েকজন যুবক নাচানাচি করছিল পথ আটকে। আর তখনই রাস্তা ছাড়তে বলায় মোটরবাইক চালক নিতাই তার স্ত্রী ও তার মেয়েকে মারধর করে ওই যুবকেরা, এমনকি ভেঙে দেওয়া হয় নিতাই মন্ডলের মোটরবাইক, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় নিতাইয়ের। দ্রুত নিতাইকে নিয়ে যাওয়া হয় ঘাটাল হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনায় ঘাটাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।