মদ খেয়ে মৃত্যু স্থানীয় বাসিন্দার, ক্ষোভে চোলাইয়ের ঠেক ভেঙে গুড়িয়ে দিল এলাকার মহিলারা

author-image
Harmeet
New Update
মদ খেয়ে মৃত্যু স্থানীয় বাসিন্দার, ক্ষোভে চোলাইয়ের ঠেক ভেঙে গুড়িয়ে দিল এলাকার মহিলারা

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ লোকালয়েই বসত চোলাই মদের ঠেক। বারবার প্রতিবাদ করেও কোনও সুরাহা হয়নি। সম্প্রতি মদ খেয়ে মৃত্যুও হয় একজনের। তারপরেই ক্ষোভ চরমে ওঠে এলাকার মহিলাদের। শেষে ক্ষিপ্ত মহিলারা লাঠিসোটা দিয়ে গুঁড়িয়ে দিল চোলাই মদের ঠেক। এমনই ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কোন্নগর এলাকায়। জানা যায়, ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিক কলেজর সামনে রাস্তার ধারে একটি টিনের চালা ভেঙে গুঁড়িয়ে দিল এলাকার মহিলারা। তাদের অভিযোগ এই টিনের চালায় দীর্ঘ কয়েক মাস ধরে চোলাই মদ বিক্রি হত, পথ চলতি মানুষজন তার প্রতিবাদ করলে তাদের ধমক দিত চোলাই মদ্যপানকারী ব্যক্তিরা, যার কারণে ওই রাস্তা দিয়ে কেউ চলাচল করতে পারতেন না।


জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর নাগাদ কোন্নগর ফেরি এলাকার বাসিন্দা ৫৪ বয়সী পরেশ বরদোলই ওই চোলাইয়ের ঠেকে মদ্যপান করে জলে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অবশেষে ক্ষিপ্ত হয়ে এলাকার স্থানীয় মানুষজন মিলে লাঠিসোটা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ভেঙে গুড়িয়ে দেয় চোলাইয়ের ঠেক। স্থানীয় বাসিন্দারা চাইছেন বেআইনি চোলাই মদের কারবার বন্ধ করুক প্রশাসন।