ইয়ার ল্যাপিডকে ধন্যবাদ জানালেন মোদী

author-image
Harmeet
New Update
ইয়ার ল্যাপিডকে ধন্যবাদ জানালেন মোদী


নিজস্ব সংবাদদাতা: ইসরায়েলের জাতীয় নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে পরাজয় হয়েছে ইয়ার ল্যাপিডের। ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করতে হবে ইয়ার ল্যাপিডকে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে ভারত ও ইসরায়েলের সম্পর্কের উন্নয়নের জন্য ইয়ার ল্যাপিডকে ধন্যবাদ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

PM Modi congratulates Yair Lapid for assuming Israeli premiership; wishes  to deepen ties - The Hindu

ট্যুইট করে তিনি বলেন, "ভারত-ইসরায়েল কৌশলগত অংশীদারিত্বে আপনার অগ্রাধিকারের জন্য ইয়ার ল্যাপিড আপনাকে ধন্যবাদ। আমি আশা করি আমাদের জনগণের পারস্পরিক সুবিধার জন্য আমাদের ফলপ্রসূ মত বিনিময় অব্যাহত থাকবে"।