বেঞ্জামিন নেতানিয়াহুকে অভিনন্দন বার্তা ইয়ার ল্যাপিডের

author-image
Harmeet
New Update
বেঞ্জামিন নেতানিয়াহুকে অভিনন্দন বার্তা ইয়ার ল্যাপিডের


নিজস্ব সংবাদদাতা: ইসরায়েলের জাতীয় নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুয়ের কাছে পরাজয় হয়েছে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিডের। ফের ইসরায়েলের শাসনের দায়িত্ব নিতে চলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। এবার বেঞ্জামিন নেতানিয়াহুকে অভিনন্দন বার্তা দিলেন ইয়ার ল্যাপিড। তিনি ট্যুইট করে এই বিষয়ে জানিয়েছেন। 

One week out, election poll predicts continued gridlock, Yesh Atid with  record seats | The Times of Israel

তিনি বলেন, "আমি আজ রাতে বিরোধী দলের চেয়ারম্যান বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছি এবং নির্বাচনে তার বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। ইসরায়েল রাষ্ট্র সকল রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে এবং আমি ইসরায়েলের জনগণ এবং ইসরায়েল রাষ্ট্রের স্বার্থে নেতানিয়াহুর সাফল্য কামনা করি। আমি বিরোধীদলীয় চেয়ারম্যানকে জানিয়েছি যে, আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সব শাখাকে নির্দেশ দিয়েছি যাতে ক্ষমতা হস্তান্তরের সুশৃঙ্খল প্রস্তুতি নেওয়া হয়"।

Lapid Invites Netanyahu For Security Briefing Amid Dispute Over Procedure -  I24NEWS