সিআরপিএফের মহিলা বাহিনীর উদ্যোগে মশারী বিতরণ

author-image
Harmeet
New Update
সিআরপিএফের মহিলা বাহিনীর উদ্যোগে মশারী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : বৃহস্পতিবার সিআরপিএফের ২৩২ নম্বর ব্যাটেলিয়নের মহিলা বাহিনীর উদ্যোগে সিভিক অ্যাকশন প্রোগ্রামের আয়োজন করা হয়। ডেঙ্গু প্রতিরোধের জন্য ওই প্রোগ্রামের কর্মসূচির হিসেবে ঝাড়গ্রাম ব্লকের বৃন্দাবনপুর গ্রামে। ওই গ্রামের ২১৫ জনের হাতে মশারি তুলে দেওয়া হয়। 



সিআরপিএফের মহিলা বাহিনীর পক্ষ থেকে ওই এলাকার দরিদ্র মানুষদের হাতে মশারি তুলে দেওয়ার পর তাদের ঘুমানোর সময় মশারি ব্যবহার করে ঘুমানোর জন্য জানানো হয়। সেই সঙ্গে ডেঙ্গু নিয়ে ওই এলাকার মানুষজনকে সিআরপিএফের মহিলা বাহিনীর পক্ষ থেকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। গ্রামবাসীদের আরও জানানো হয় যে সিআরপিএফ মানুষের পাশে রয়েছে, আগামী দিনেও থাকবে। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকা জুড়ে এই কর্মসূচি পালন করা হবে বলে সিআরপিএফের মহিলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।