চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তেজনা রোগী মৃত্যুকে ঘিরে

author-image
Harmeet
New Update
চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তেজনা রোগী মৃত্যুকে ঘিরে

হরি ঘোষ, দুর্গাপুর : চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে ধুম ধুমার পরিস্থিতি দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন বেসরকারি হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে এলে পুলিশের সাথে দফায় দফায় ধস্তাধস্তি। বৃহস্পতিবার সকালের এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতাল। ক্ষতিপূরণের দাবিতে সরব বাউরী সমাজ। পরিস্থিতি সামাল দিতে নামানো হলো কমব্যাট ফোর্স।



গত রবিবার পিত্তথলিতে পাথরের অস্ত্রোপচারের জন্য দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন ওই বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডে ভর্তি হয় অন্ডালের শীতলপুরের বছর ৩৫র লক্ষী বাউরী। তারপর থেকেই ভুল চিকিৎসা করা হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার ভুল ইনজেকশন দেয় বলেও রোগীর পরিবার পরিজনের অভিযোগ। তারপর থেকেই আর জ্ঞান ফেরেনি লক্ষী দেবীর। বৃহস্পতিবার সকালে লক্ষ্মী দেবী মারা গেছে বলেও পরিবারকে জানানো হয়। তারপরেই পরিবার-পরিজন এবং এলাকাবাসীরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ওই বেসরকারি হাসপাতালে সরব হয়। হাসপাতালের মূল প্রবেশদ্বার বন্ধ করে বিক্ষোভ শুরু করে দেয়। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। বিক্ষোভকারীদের সামাল দিতে গেলে পুলিশের সাথেও হয় ধস্তাধস্তি। ব্যাপক উত্তেজনা।