সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: অবৈধভাবে মাদ্রাসার জমি দখলের অভিযোগ উঠলো জমি মাফিয়া চক্রের বিরুদ্ধে। জলপাইগুড়ি জেলার মেটেলির মাথাচুলকা এক্রামিয়া দারুল উলুম মাদ্রাসার জমি দখলের অভিযোগ উঠল। মঙ্গলবার এই নিয়ে ভূমি সংস্কার আধিকারিক ও মেটেলি থানায় একটি স্মারকলিপি দেওয়া হয়।
জানা গিয়েছে, কয়েকজন অবৈধভাবে কাগজ বের করে মাদ্রাসার জমি দখলের চেষ্টা করছেন। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৩০ থেকে ৩৫ বছর ধরে মাদ্রাসাটি রয়েছে। এতদিন কেউ মাদ্রাসার জমির বিষয়ে কথা বলেননি। এখন হঠাৎ করে কয়েকজন জমি দখলের চেষ্টা করছেন। তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। এদিন গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি দেওয়া হয়। আগামী এক সপ্তাহের মধ্যে কোনও ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও জানিয়েছেন এলাকাবাসী। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।