জলপাইগুড়িতে বিজেপির জেলা কার্যালয়ে ভাঙচুর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

author-image
New Update
জলপাইগুড়িতে বিজেপির জেলা কার্যালয়ে ভাঙচুর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি:  জলপাইগুড়িতে বিজেপির জেলা কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ। অভিযোগ উঠল রাজ্যের শাসক দলের তৃণমূল যুব কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে মঙ্গলবার উত্তেজনা ছড়ায় শহরে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব।

সোমবার ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ ওঠে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে জলপাইগুড়িতে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিজেপি কার্যালয়ের সামনে এদিন তৃণমূল যুবর তরফে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুতুল দাহ করা হয়। ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য শ‍্যাম প্রসাদের অভিযোগ, এদিন জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে বিজেপির জেলা কার্যালয় ঘেরাও করে সেখানে ভাঙচুর চালানো হয় তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে।  সংগঠনের জলপাইগুড়ি জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই ভাঙচুর চলে বলে অভিযোগ। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন।