দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: জলবন্দি ঘাটালের একাধিক গ্রাম। পানীয় জলের চরম সঙ্কট দেখা দিয়েছে ঘাটাল ব্লকের অজবনগর সহ বেশকিছু গ্রামে। জলের তলায় পানীয় জলের ট্যাপ,বিদ্যুৎ পরিষেবা ব্যাহত আর সব মিলিয়ে পানীয় জলের সংকট দেখা দিয়েছে বেশ কয়েকটি দুর্গম এলাকায়। সকাল থেকে ড্রাম, বালতি, মগ, বোতল ব্যাগ ভর্তি করে ডিঙি নিয়ে জল পেরিয়ে পানীয় জল পেতে হুড়োহুড়ি অজবনগর এলাকার বাসিন্দাদের। এমনই ছবি দেখা গেলো ঘাটালের রথিপুরে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্যসড়কের উপর। সকাল থেকে অজবনগর এলাকার বাসিন্দাদের ডিঙি নৌকায় করে দীর্ঘ জল পেরিয়ে রাজ্যসড়কের ধারে লাইন দিয়ে জল পেতে হচ্ছে। ঘাটাল পৌরসভা বিভিন্ন এলাকায় গাড়িতে করে জলের ট্যাঙ্ক পাঠিয়ে জল সরবরাহ করছে।কিন্তু চাহিদা মতো পর্যাপ্ত পানীয় জল না মেলায় জলের লাইনে হুড়োহুড়ি জলবন্দি এলাকার মানুষদের। যদিও প্রশাসনের তরফে সাধ্য মতো বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা মেটানোর চেষ্টা চলছে জলের গাড়ি পাঠিয়ে এবং দুর্গত এলাকায় জলের পাউচ পাঠিয়ে।