প্রতারণার দায়ে গ্রেফতার পার্থ ঘনিষ্ঠ মানসী গুছাইত

author-image
Harmeet
New Update
প্রতারণার দায়ে গ্রেফতার পার্থ ঘনিষ্ঠ মানসী গুছাইত

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : প্রতারণার দায়ে গ্রেফতার হল পার্থ ঘনিষ্ঠ মানসী গুছাইত। এলাকায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অতনু গুছাইত ও মানসী গুছাইত। পাঁশকুড়ার রানিহাটি স্কুলে ইতিহাসের শিক্ষিকা মানসী স্কুল থেকে বেরোতেই তাকে গ্রেফতার করে তমলুক থানার পুলিশ। অতনু গুছাইত এলাকায় চাকরি দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা তোলে বলে অভিযোগ। ইতিমধ্যে কোলাঘাট থানায় অতনুর নামে চাকরি দিয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে এফআইআরও হয়েছে। কোলাঘাটের অতনুর বাড়ি বিক্রির নাম করে প্রায় ৫০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে অতনু গুছাইতের স্ত্রী মানসী গুছাইতকে গ্রেফতার করলো তমলুক থানার পুলিশ।


 তমলুক ব্লকের হোটেল ব্যবসায়ী বিকাশ বেরার অভিযোগ, 'কোলাঘাট ব্লকের কোলা গ্রামের অতনু গুছাইত তার বাড়ি বিক্রি করবে খবর পেয়ে আমি প্রথমে প্রায় ৫০ লক্ষ টাকা অতনু গুছাইতের হাতে দেই। রেজিস্ট্রি করবে বলে তখনও রেজিস্ট্রি করেনি। পরে জানতে পারি একটি ব্যাঙ্কে মরগেজ রয়েছে ওই বাড়ি। এরপরে বারবার অ্যাডভান্স টাকা ফেরত এর জন্য বললেও তা মেলেনি। আমার কাছে অতনু ওই বাড়ি যে মর্গেজ রয়েছে তা গোপন করে। পরে তমলুক কোর্টে অতনু গুছাইত এবং অতনু গুছাইতের ভাই শান্তনু গুছাইত ও অতনু স্ত্রী মানসী ও তার মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। কোর্টে তাদের গ্রেফতারি পরোয়ানা জারি হয়। কিন্তু অতনু এবং অতনুর ভাই শান্তনু পলাতক। গতকাল পাঁশকুড়ার রানিহাটি স্কুল থেকে বেরোতেই তাকে গ্রেফতার করে তমলুক থানার পুলিশ।'