সাইকেলে বিশ্বভ্রমণ! মেদিনীপুরে পৌঁছলেন হাঙ্গেরির অ্যাটিলা

author-image
Harmeet
New Update
সাইকেলে বিশ্বভ্রমণ! মেদিনীপুরে পৌঁছলেন হাঙ্গেরির অ্যাটিলা

নিজস্ব সংবাদাতা, পশ্চিম মেদিনীপুর : টমাস স্টিভেন্স ছিলেন বিশ্বের প্রথম ব্যক্তি যিনি সাইকেলে চড়ে বিশ্বভ্রমণ করেছিলেন। ১৮৮৬ সালে আগস্ট মাসের শুরুর দিকে স্টিভেন্স প্রথমবারের মতো ভারতে পা দেন। তার চোখে অবিভক্ত ভারতবর্ষ ছিল রঙিন একটি দেশ। সাইকেলে বিশ্বভ্রমণে বেরিয়ে হাঙ্গেরির অ্যাটিলা বার্থি ১১ টি দেশ ঘুরে ১২০০০ কিমি পথ পেরিয়ে ভারতে এসে পৌঁছেছেন। কাশ্মীর, লাদাখ, উত্তর ভারত ঘুরে কলকাতা থেকে পুরী যাওয়ার পথে মেদিনীপুর, ঝাড়গ্রাম ঘুরে আসেন। বুধবার বিকেলে সুবর্ণ রৈখিক অববাহিকার গোপীবল্লভপুরে পৌঁছান। বয়স মাত্র ৩২। আর তার মধ্যেই অর্ধেক পৃথিবী ঘোরা হয়ে গিয়েছে তাঁর। বিমানে বা জলপথে নয়, সাইকেলেই বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েছেন অ্যাটিলা বার্থি। মধ্য ইউরোপের দেশ হাঙ্গেরির বাসিন্দা অ্যাটিলা বহু দেশ ঘুরে গত সপ্তাহে এসে পড়েন পশ্চিমবঙ্গে। 

উত্তর ২৪ পরগনার হৃদয়পুরে এসে বাংলার আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন পুসকাসের দেশের যুবক। কীভাবে এসে পড়লেন পশ্চিমবঙ্গে? হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে যাত্রা শুরু করেন অ্যাটিলা। দুচাকার যানে সার্বিয়া, রোমানিয়া, বুলগেরিয়া হয়ে এশিয়ায় ঢোকেন তুর্কি হয়ে। তার পর জর্জিয়া এবং আর্মেনিয়া হয়ে তিনি পৌঁছন ইরানে। সেখানে পাঁচ মাস ছিলেন অ্যাটিলা। সেখান থেকে পৌঁছন পাকিস্তানে। পড়শি দেশ থেকে সীমান্ত পার করে ঢোকেন ভারতে। ভারতে কাশ্মীর-লাদাখ, মানালি ঘুরে হিমালয় বরাবর সাইকেল চালিয়ে তিনি পৌঁছে যান নেপালে। নেপালে গেছেন যখন তখন এভারেস্ট না গেলেই নয়। অ্যাটিলা জানিয়েছেন, সাইকেল চালিয়ে তিনি পৌঁছন এভারেস্টের অন্নপূর্ণা বেস ক্যাম্পে। নেপালে ২ মাস থেকে ফের ভারতে আসেন।শুক্রবারই কলকাতা ছেড়েছেন অ্যাটিলা। জানিয়েছেন, এবার তাঁর গন্তব্য কন্যাকুমারী। সেখান থেকে ঘুরে মুম্বইয়ের উদ্দেশে যাত্রা করবেন। তার পর ভারত ছাড়বেন তিনি। এর আগের অভিযানে ১১টি দেশ ঘুরেছেন তিনি। এবারও এগারোটা দেশ ঘুরে ভারতে এসেছেন। বাংলায় এসে তাঁর সত্যিই ভাল লেগেছে। সেকথা নিজেই জানিয়েছেন অ্যাটিলা। আবার সুযোগ হলে আসবেন বাংলায়, তেমনটাই ইচ্ছা তাঁর।