নিজস্ব সংবাদদাতাঃ বৃন্দাবনের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় প্রাণ হারালেন ২ কর্মী। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে উত্তর প্রদেশের মথুরা জেলার বৃন্দাবনের একটি হোটেলে আগুন লেগে দুইজন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। এই ঘটনায় আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন এবং তাকে আগ্রার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মথুরা বৃন্দাবন রোডে অবস্থিত হোটেল বৃন্দাবন গার্ডেনের উপরের তলায় রান্নাঘরের স্টোর রুমে ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। দুটি অ্যাম্বুলেন্স এবং দুটি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়।