সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: জলপাইগুড়ির নেওড়া নদী থেকে বৃদ্ধের মৃত দেহ উদ্ধার। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের নেওড়া নদীতে। মৃতের নাম ঝাড়ি ওরাওঁ (৭০), বাড়ি আইভিল চা বাগানের গজলডোবা লাইনে। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা বচনা ধুরা এলাকায় তাঁর দেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হতেই প্রচুর মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মেটেলি থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।